•                        
  • জাতীয় সংগীত

    জাতীয় তথ্য বাতায়ন

    ক্যালেন্ডার

    October 2024
    M T W T F S S
    « Apr    
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  

    নিয়মিত পাঠদান শুরু হয়েছে।

    হাজী শেখ আব্দুল ওয়াহাব,প্রতিষ্ঠাতা

     

     

         মোঃ মাহবুবুর রহমান,সভাপতি

     

     

     

    নোটিশ বোর্ড

     

    ## আলিম পরীক্ষা ২০২৩ এর রুটিন

    ## যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ২০২৩

    ##  দাখিল ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশনের কাজ চলছে। 

    ## ২০২৩ সালের ছুটির তালিকা

    ##  সততা সংঘের তালিকা

     

    -: মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস :-

    বি.এস.ডি বালিকা আলিম মাদরাসা (B.S.D Girls Alim Madrasah) বানিয়াচং এর প্রাচীনতম মাদরাসা। ১৯১৮ ইং সনে বানিয়াচং উপজেলা প্রশাসন থেকে তিন কি:মি: পশ্চিমে ২নং ইউনিয়নের অন্তর্গত শেখের মহল্লায় মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। শেখের মহল্লার হাজী শেখ আব্দুল ওয়াহাব সাহেব মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। ১৭৮০ সনে বৃটিশ সরকার কলকাতা আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করে এবং তখনই মাদরাসা এডুকেশন বোর্ড অব বেঙ্গল নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করে। এ বোর্ডের অধীনেই অত্র মাদরাসার পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতো। দেওয়ান উছমান রাজার সময়ে মাদরাসাটি বিশেষ কারণে বড়বাজারে (বর্তমান মাছ বাজার সংলগ্ন স্থানে ) স্থানান্তরিত হয়। এলাকাবসির জোর দাবির প্রক্ষিতে পুনরায় শেখের মহল্লায় মাদরাসা স্থানান্তরিত হয়। এলাকায় কোন বালিকা মাদরাসা না থাকায় ১৯৮৬ সনে দাখিল ৬ষ্ট শ্রেণীতে ছাত্রী ভর্তি করা হয় এবং তখনই মাদরাসার নামকরণ করা হয় বি.এস.ডি বালিকা দাখিল মাদরাসা। ১৯৯৯ইং সনে মাদরাসাটি আলিম (উচ্চ মাধ্যমিক) স্তরে উন্নীত হয়ে ১/৭/২০১৯ তারিখ থেকে এমপিওভূক্ত হয়।

    বি.এস.ডি এর পূর্ণরূপপ হচ্ছে বানিয়াচং শেখের মহল্লা দারুল উলুম । বর্তমানে ২০ জন শিক্ষক নিয়ে মাদরাসাটি পরিচালিত হচ্ছে।

    Online MPO

     

     

     

     

     

     

     

    Visitor counter

    এখন অনলাইনে আছেন: 1
    মোট ভিজিটর: 42760